হজের প্রাথমিক নিবন্ধন আগামী ৩০ নভেম্বর পর্যন্ত চলমান থাকবে। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ-১ অধিশাখা থেকে গতকাল এ সংক্রান্ত একটি বিশেষ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, চলতি বছরের ২৫ আগস্টে জারিকৃত বিজ্ঞপ্তির নির্দেশনা অনুসারে, হজে গমনেচ্ছু প্রাক-নিবন্ধিত ব্যক্তিদেরকে ৩০ নভেম্বর ২০২৪ তারিখের মধ্যে তিন লক্ষ টাকা ব্যাংকে জমা দিয়ে প্রাথমিক নিবন্ধন করার জন্য অনুরোধ করা হয়েছে।
এই সময়ের মধ্যে প্রাক-নিবন্ধন ও প্রাথমিক নিবন্ধন উভয়ই একসঙ্গে করা যাবে বলেও এতে উল্লেখ করা হয়।
প্রসঙ্গত, চলতি বছর হজের নিবন্ধনের শুরু হয় ১ সেপ্টেম্বর থেকে। বাংলাদেশের হজ কোটা অনুযায়ী, ২০২৫ সালে এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজযাত্রী হজ পালন করার সুযোগ পাবেন।
তবে ২৩ অক্টোবরের মধ্যে নিবন্ধন না করলে সুবিধাজনক জোনে তাঁবু বরাদ্দ পেতে সমস্যার সম্মুখীন হতে হবে।
জেএন/পিআর