হজের প্রাথমিক নিবন্ধনের মেয়াদ ৩০ নভেম্বর পর্যন্ত বাড়ল

ধর্ম ডেস্ক

হজের প্রাথমিক নিবন্ধন আগামী ৩০ নভেম্বর পর্যন্ত চলমান থাকবে। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ-১ অধিশাখা থেকে গতকাল এ সংক্রান্ত একটি বিশেষ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

- Advertisement -

বিজ্ঞপ্তিতে বলা হয়, চলতি বছরের ২৫ আগস্টে জারিকৃত বিজ্ঞপ্তির নির্দেশনা অনুসারে, হজে গমনেচ্ছু প্রাক-নিবন্ধিত ব্যক্তিদেরকে ৩০ নভেম্বর ২০২৪ তারিখের মধ্যে তিন লক্ষ টাকা ব্যাংকে জমা দিয়ে প্রাথমিক নিবন্ধন করার জন্য অনুরোধ করা হয়েছে।

- Advertisement -google news follower

এই সময়ের মধ্যে প্রাক-নিবন্ধন ও প্রাথমিক নিবন্ধন উভয়ই একসঙ্গে করা যাবে বলেও এতে উল্লেখ করা হয়।

প্রসঙ্গত, চলতি বছর হজের নিবন্ধনের শুরু হয় ১ সেপ্টেম্বর থেকে। বাংলাদেশের হজ কোটা অনুযায়ী, ২০২৫ সালে এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজযাত্রী হজ পালন করার সুযোগ পাবেন।

- Advertisement -islamibank

তবে ২৩ অক্টোবরের মধ্যে নিবন্ধন না করলে সুবিধাজনক জোনে তাঁবু বরাদ্দ পেতে সমস্যার সম্মুখীন হতে হবে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM