কমলাপুরে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের ৬ বগি লাইনচ্যুত

অনলাইন ডেস্ক

ঢাকা রেলওয়ে স্টেশন এলাকা ছেড়ে যাওয়ার সময় পঞ্চগড়গামী আন্তঃনগর ট্রেন পঞ্চগড় এক্সপ্রেস (৭৯৩) ট্রেনের ৬টি বগি লাইনচ্যুত হয়েছে। ফলে মধ্যরাতে ভোগান্তি পোহাচ্ছেন বিভিন্ন স্টেশনে অপেক্ষমাণ যাত্রীরা।

- Advertisement -

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দিবাগত রাতে ট্রেনটি ঢাকা রেলওয়ে স্টেশন ছেড়ে যাওয়ার সময় রাত সোয়া ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। শিডিউল অনুযায়ী ট্রেনটির রাত সাড়ে ১১টায় ছেড়ে যাওয়ার কথা ছিল।

- Advertisement -google news follower

দুর্ঘটনার বিষয়ে এখন পর্যন্ত বাংলাদেশ রেলেওয়ের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা সাংবাদিকদের জানান, ট্রেনটি নির্ধারিত সময়ের চেয়ে প্রায় আধাঘণ্টা বিলম্বে ঢাকা রেলওয়ে স্টেশন ছাড়ে। প্লাটফর্ম পার হওয়ার ২ মিনিটের মধ্যে ঝাঁকুনি অনুভব হয় এবং ট্রেনটি থামানো হয়। পরে দেখা যায়, ট্রেনের বিভিন্ন কোচের মোট ৬টির বগি লাইনচ্যুত হয়ে গেছে। লাইনের পাত ভেঙে গেছে। ট্রেনের গতি কম ছিল বলে কেউ আহত হননি।

- Advertisement -islamibank

এদিকে দুর্ঘটনার কারণে ট্রেন নির্ধারিত সময়ে না পৌঁছানোয় বিভিন্ন স্টেশন থাকা যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। ফেসবুকের বিভিন্ন গ্রুপে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের খোঁজ করছেন অপেক্ষমান যাত্রীরা।

এর আগে বৃহস্পতিবার সকালের দিকে ঢাকা রেলওয়ে স্টেশনের অদূরে গোপীবাগ এলাকায় নারায়ণগঞ্জগামী নারায়ণগঞ্জ কমিউটার ট্রেনের বগি লাইনচ্যুত হয়। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। এ নিয়ে রাজধানীতে ২৪ ঘণ্টার মধ্যে দুটি ট্রেন লাইনচ্যুত হলো।

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM