ভোট দিয়েছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। রাজধানীর মগবাজার ইস্পাহানি বালিকা উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে সকাল ৯টা ১৫ মিনিটে তিনি প্রবেশ করেন এবং সাড়ে ৯টায় বের হন।
ভোট গ্রহণ কেমন হচ্ছে- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাকে জিজ্ঞেস করবেন না ভোট কেমন হচ্ছে। আপনাদের বিবেক আছে। নিজেদের বিবেককেই জিজ্ঞেস করুন, উত্তর পেয়ে যাবেন। তবে আমি এখানে বিরোধীদলের কোনো পোলিং এজেন্ট দেখতে পাইনি।
মাহবুব তালুকদার আরো বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন জাতির প্রত্যাশা।
তিনি ভোটারদের উদ্দেশ্যে বলেন, নির্ভয়ে ভোটকেন্দ্রে আসুন। কোনো প্রলোভন বা ভয়-ভীতির কাছে নতি স্বীকার করবেন না। আপনার পছন্দের প্রার্থীকে ভোট দিন। আপনার একটি ভোট গণতন্ত্রের রক্ষাকবচ।