ভারতে পালাতে গিয়ে এস আলম গ্রুপের কর্মকর্তা গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

এস আলম গ্রুপের অর্থ পাচারে সহায়তা করার অভিযোগ থাকা সুজন কান্তি দে (৪৪) গ্রেপ্তার হয়েছেন। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে পালানোর সময় গ্রেপ্তার হন তিনি।

- Advertisement -

শুক্রবার (২৫ অক্টোবর) সন্ধ্যা পৌনে ৬টার দিকে তাকে গ্রেপ্তার করে ইমিগ্রেশন পুলিশ। পরে তাকে থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

- Advertisement -google news follower

আখাউড়া থানার ওসি মোহাম্মদ আবুল হাসিম জানান, সুজন কান্তিকে থানা পুলিশের হাতে সোপর্দ করা হয়েছে। তিনি পাসপোর্টের মাধ্যমে ভারতে যাওয়ার চেষ্টা করছিলেন। ইমিগ্রেশন পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে আনোয়ারা থানায় মামলা রয়েছে। তাকে নেওয়ার জন্য আনোয়ারা থানা পুলিশকে খবর দেওয়া হয়েছে।

সুজন কান্তি চট্টগ্রামের আনোয়ারা থানার মালঘর গ্রামের সঞ্জিত কান্তি দের ছেলে। তিনি ২৩ বছর যাবত এস আলম গ্রুপের কর্মকর্তা ছিলেন। তার বিরুদ্ধে আনোয়ারা থানায় মামলা রয়েছে।

- Advertisement -islamibank

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM