আশুলিয়া থানার মাদক মামলায় ১০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মো. নূর নবী (৪১)কে চট্টগ্রামের অক্সিজেন মোড় এলাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাব-৭।
গতকাল শুক্রবার (২৫ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে তার অবস্থান নিশ্চিত হয়ে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মো.নূর নবী প্রকাশ নয়ন হাটহাজারীর ধলই এলাকার মৃত মফজল আহমেদের ছেলে।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. শরীফ উল-আলম জানায়, মাদক মামলায় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি নূর নবী নগরীর বায়েজিদ বোস্তামি থানাধীন অক্সিজেন মোড় এলাকায় অবস্থান করছে এমন তথ্য পেয়ে অভিযান চালায় র্যাবের বিশেষ টিম। অভিযানে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে নূর নবী জানায়, সে আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর কাছ থেকে গ্রেপ্তার এড়াতে বিভিন্ন স্থানে আত্মগোপন করেছিলেন।
পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে হাটহাজারী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে জানায় র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. শরীফ উল-আলম।
জেএন/পিআর