পটিয়ায় সাবেক পৌর কাউন্সিলর আজাদ গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের পটিয়ায় বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার মিছিলে হামলা ও গুলির অভিযোগে দায়ের করা মামলায় সাবেক পৌর কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা গিয়াস উদ্দিন আজাদকে (৪৮) গ্রেপ্তার করেছে পুলিশ।

- Advertisement -

শনিবার (২৬ অক্টোবর) বেলা ১২টার দিকে উপজেলার দক্ষিণ ভূর্ষি ইউনিয়নের খানমোহনা এলাকার দোপাপুকুর পাড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

- Advertisement -google news follower

গ্রেপ্তার গিয়াস উদ্দিন আজাদ পটিয়া পৌর সদরের ৩নং ওয়ার্ডস্থ তালতলা চৌকি এলাকার মৃত এসএইচএম কামাল উদ্দিনের ছেলে। সে সাবেক পৌর কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা।

পটিয়া থানা পুলিশ জানিয়েছে, ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার মিছিলে হামলা এবং প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র ব্যবহারের অভিযোগসহ দুটি বিস্ফোরক ও দুটি হত্যা চেষ্টা মামলার আসামি আজাদ। ৫ আগস্টের পর থেকেই তিনি আত্মগোপনে চলে যান।

- Advertisement -islamibank

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আজাদ জানান, বিগত ১৫ বছর ধরে তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে প্রভাব বিস্তার করে তা প্রতিহত করার চেষ্টা করেছেন বলে স্বীকার করেছেন।

পটিয়া থানার ওসি আবু জায়েদ মো. নাজমুন নুর বলেন, শনিবার বিশেষ অভিযান পরিচালনা করে সাবেক পৌর কাউন্সিলর গিয়াস উদ্দিন আজাদকে গ্রেপ্তার করা হয়েছে।

তাকে দুটি বিস্ফোরক মামলা ও দুটি হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ বিকালে কারাগারে পাঠানো হবে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM