বিভিন্ন এনজিও থেকে ঋণ ও নানান মানুষের কাছ থেকে ধার নেওয়া টাকা দিতে না পেরে মানসিকভাবে ভেঙ্গে পড়েছিলেন চট্টগ্রামের রাউজান উপজেলার বাসিন্দা ছখিনা খাতুন (৫৫)।
মানসিক কারণে আজ শনিবার (২৬ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে নিজ ঘরের সিলিং ফ্যানের রডের সাথে ওড়না পেঁচিয়ে সে আত্মহত্যা করেন।
খবর পেয়ে রাউজান থানা পুলিশের একটি টিম দুপুর ২টার দিকে ঝুলন্ত অবস্থায় মরদেহটি উদ্ধার করে। মৃত ছখিনা খাতুন উপজেলার মঙ্গলখালী গ্রামের গুড়া মিয়া মুন্সির বাড়ির ওমানফেরৎ আবু তাহেরের স্ত্রী।
নিহতের স্বজনরা জানায়, ছখিনা খাতুনের স্বামী আবু তাহের দেড়মাস আগে অসুস্থ শরীর নিয়ে ওমান থেকে দেশে আসেন। একমাস চারদিন ধরে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি।
স্বামীর অসুস্থতাসহ নানা কারণে তিনি ধার-কর্জ এবং এনজিওর ঋণগ্রস্ত ছিলেন। এসব মানসিক কারণে তিনি আত্মহত্যা করতে পারেন।
ঝুলন্ত অবস্থায় মরদেহটি উদ্ধারের তথ্য নিশ্চিত করে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহাবুবুর রহমান জানান, এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
জেএন/পিআর