সাতকানিয়ায় টাস্কফোর্সের অভিযানে জরিমানা গুণল ৬ দোকানি

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের সাতকানিয়ায় বাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে টাস্কফোর্সের অভিযান পরিচালিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্দ্যেগে পরিচালিত এ অভিযানে ৬ দোকানিকে বিভিন্ন মামলায় মোট ৭ হাজার ১’শ টাকা জরিমানা করা হয়।

- Advertisement -

আজ মঙ্গলবার (২৬ অক্টোবর) সকালে উপজেলার নলুয়া মরফল ও কেরানিহাট বাজারে পরিচালিত অভিযানের নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারিস্তা করিম।

- Advertisement -google news follower

তিনি জানান, টাস্কফোর্সের অভিযানে দোকানে মূল্য তালিকা, লাইসেন্স না থাকা, লেবেল ছাড়া পণ্য বিক্রয়, ক্রয়রশিদ সংরক্ষণ না করা, তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন থাকা ও দোকানে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি করার বিষয় গুলি তদারকি করা হয়।

এ সময় ধূমপান ও তামাকজাত দ্রব্য (নিয়ন্ত্রণ) আইন ২০০৫ ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় ৬টি মামলায় ৭ হাজার ১’শ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

- Advertisement -islamibank

এছাড়া সকল পাইকারি ও খুচরা দোকানে পণ্য ক্রয়ের রশিদ সংরক্ষণের বিষয়ে সতর্ক করা হয়।

অভিযানে উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর, সাতকানিয়া থানা পুলিশের টিম, আনসার এবং উপজেলা ভূমি অফিসের বিভিন্ন কর্মচারীরা অংম নিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটকে সহায়তা করেন।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM