মিরসরাইয়ে পুলিশের হাত থেকে আসামি ছিনতাই

মিরসরাই প্রতিনিধি :

চট্টগ্রামের মিরসরাইয়ে পুলিশের হাত থেকে আর্থিক প্রতারণা মামলায় পরোয়ানা ভুক্ত এক আসামিকে ছিনিয়ে নিয়েছে বিএনপি নেতারা।

- Advertisement -

আজ শনিবার (২৬ অক্টোবর) দুপুরে ১১ নং মঘাদিয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ড কচুয়া এলাকায় এই ঘটনা ঘটে।

- Advertisement -google news follower

ছিনিয়ে নেয়া আসামী জসীম উদ্দিন (৫০) ১১ নং মঘাদিয়া ইউনিয়ন বিএনপি সাবেক সাধারণ সম্পাদক। তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক প্রতারণা ও অর্থ আত্মসাতের মামলা রয়েছে।

২০২৩ সালের নারায়ণগঞ্জের চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৪ নং আমলী আদালতে সিআর মামলা নং ৪১৫ এর ওয়ারেন্ট রয়েছে তার নামে।

- Advertisement -islamibank

মামলার বাদি নারায়ণগঞ্জের শরীফ হোসেন জানান, ওয়ারেন্ট মুলে মিরসরাই থানার এএসআই আরিফ দুই সহযোগী নিয়ে জসীম উদ্দিনকে গ্রেফতার করতে অভিযান চালায়।

এসময় জসীম একটি পারিবারিক শালিশে নিজের বক্তব্য দিচ্ছেন। বক্তব্য দেয়া কালিন মিরসরাই থানার এসআই আরিফ ও দুই সদস্য তাকে আটক করে থানায় নিয়ে যেতে চাইলে উপস্থিত বিএনপি নেতাকর্মীরা সাদা পোশাকের পুলিশের উপর চড়াও হয় ও জসীমকে পালিয়ে যেতে সাহায্য করে।

পরবর্তীতে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে বাড়ি তল্লাশি করে ফেরত আসে।

তবে এসআই আরিফ ঘটনা অস্বীকার করে বলেন, আসামী জসীমকে গ্রেফতারের আগেই আমাদের উপস্থিতি টের পেয়ে সে পালিয়ে যায়।

মিরসরাই থানার অফিসার ইনচার্জ আব্দুল কাদের জানান, বিষয়টি খোঁজ খবর নিয়ে উপযুক্ত ব্যবস্থা নেয়া হবে।

জেএন/আশরাফ/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM