খুলশীর সেগুনবাগানে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১৮

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম নগরীর খুলশী থানাধীন সেগুনবাগান এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ২ জন গুরুতর সহ আরো অন্তত ১৬ জন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে টহল বৃদ্ধি করেছে। এই ঘটনার পর খুলশী থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শাহ আলমকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

- Advertisement -

শনিবার (২৬ অক্টোবর) রাত সাড়ে ৮ টার দিকে খুলশীর ঝাউতলা সড়কের সেগুনবাগানে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মজিবুর রহমান।

- Advertisement -google news follower

ওসি জানান, ‘খুলশী সেগুনবাগান এলাকায় দুই গ্রুপের সংঘর্ষ হচ্ছে শুনে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে যায়। পরে সেনাবাহিনীর সদস্যরাও আসেন। এতে দুজন আহত হয়েছেন। তাদের চমেকে পাঠানো হয়েছে। আহতদের নাম কাউসার এবং আরিফ। কাউকে গ্রেপ্তার করা হয়নি। পরিস্থিতি এখন স্বাভাবিক বলা যায়।’

অপর একটি সূত্র জানায়, স্থানীয় বিএনপির দুই গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারে এ সংঘর্ষ হয়েছে। এতে শাহ আলম ও ফারুক নামে দুই নেতার মধ্যে বিরোধের জেরে সংঘর্ষ হয়।

- Advertisement -islamibank

এ প্রসঙ্গে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশিক বলেন, ‘ঘটনাটি শুনেছি, বিস্তারিত এখনো জানিনা ।’

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM