চান্দগাঁওয়ে ব্যবসায়ী আফতাব হত্যাকাণ্ডের আরও এক আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানা এলাকায় ব্যবসায়ী আফতাব উদ্দিন তাহসীনকে গুলি করে হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে আরও একজনকে গ্রেপ্তার করেছে পু্লিশ।

- Advertisement -

শনিবার (২৬ অক্টোবর) দিবাগত রাত ৩টার দিকে থানার অদূরপাড়া এলাকায় অভিযান চালিয়ে মো. এমরান (১৯) নামের এ যুবককে গ্রেপ্তার করা হয়।

- Advertisement -google news follower

গ্রেপ্তার মো. এমরান চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বৈলতলী এলাকার কুশিয়ারগো বড় বাড়ির আবু তাহেরের ছেলে। তিনি অদূরপাড়া এলাকায় ফ্রিজ-এসি মেরামতের দোকানের কর্মচারি।

পুলিশ জানায়, আফতাব হত্যাকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত মোট তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে এখনো ঘটনার মূলহোতা ক্যাডার সাজ্জাদ পলাতক রয়েছে।

- Advertisement -islamibank

এসব তথ্য নিশ্চিত করে মামলার তদন্তকারী কর্মকর্তা ও চান্দগাঁও থানার উপপরিদর্শক (এসআই) মোমিনুল হাসান জানান, গ্রেপ্তার এমরান খুন হওয়া ব্যবসায়ী আফতাবের অবস্থানের কথা জানিয়ে হত্যাকারীদের সহায়তা করেছে।

তাকে আদালতে পাঠানো হবে। তাছাড়া হত্যাকাণ্ডে জড়িত অন্যান্যদের গ্রেপ্তারে পুলিশের চেষ্টা অব্যাহত রয়েছে বলে তিনি জানান।

উল্লেখ্য, গত ২১ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৪টার দিকে নগরের চান্দগাঁও থানার অদূরপাড়া জাগরণ সংঘ ক্লাব সংলগ্ন একটি চায়ের দোকানের সামনে খুন হয় স্থানীয় ইট ও বালু ব্যবসায়ী আফতাব।

অতর্কিত ভাবে একটি মাইক্রোবাসে দলবল নিয়ে এসে ফিল্মি স্টাইলে আফতাবকে গুলি করে পালিয়ে যায় হত্যাকারীরা। ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

নিহতের বাবা মো. মুছা বাদি হয়ে সাজ্জাদসহ পাঁচজনকে আসামি করে চান্দগাঁও থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলায় রাউজান ও পাঁচলাইশ থেকে দুজন এবং সবশেষ শনিবার (২৬ অক্টোবর) দিবাগত রাত ৩টার দিকে চান্দগাঁও এলাকা থেকে মো. এমরানকে গ্রেপ্তার করা হয়।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM