বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। এই আন্তর্জাতিক ম্যাচকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থার মহড়া সম্পন্ন করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। হুমকির বিষয়ে সিএমপির কমিশনার বলেছেন, ‘খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে কোনো আশঙ্কা নেই।’
রবিবার (২৭ অক্টোবর) বিকেল ৪টার দিকে নগরের সাগরিকা এলাকার জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামে নিরাপত্তা মহড়া পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।
কোনো হুমকি আছে কিনা জানতে চাইলে হাসিব আজিজ বলেন, ‘কোনো থ্রেট নেই। বরাবরের মতো এবারেও আমরা নিশ্ছিদ্র নিরাপত্তার মাধ্যমে এ টুর্নামেন্ট শেষ করতে পারব। খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে আশঙ্কার কিছু নেই। অতিরিক্ত নিরাপত্তার ব্যবস্থা করে আমরা কারও মনে ভীতির সঞ্চার করতে চাই না। বিদেশিরা নিরাপত্তা নিয়ে বাড়াবাড়ি তেমন পছন্দ করে না। যতটা কম দৃশ্যমান নিরাপত্তা রাখা যায় আমরা সে লক্ষ্যে কাজ করছি। নিরাপত্তা যা আছে সেটা দিয়ে আমরা খেলা শেষ করতে পারব।’
তিনি বলেন, ‘২৯ অক্টোবর থেকে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের টেস্ট খেলা শুরু হবে। এটা একটি আন্তর্জাতিক ম্যাচ। আন্তর্জাতিক ম্যাচের নিরাপত্তা ব্যবস্থার মহড়া দেখার জন্য আমরা এখানে এসেছি। এটা আমাদের একটি রুটিন কাজ। বড় যেকোনো জাতীয় বা আন্তর্জাতিক টুর্নামেন্টের ক্ষেত্রে আমরা এটা করে থাকি। আমরা এখানে আজ সোয়াটের একটি মহড়া দেখলাম। সোয়াট জরুরি প্রয়োজনে খেলোয়াড়দের নিরাপত্তা দেবে।’
তিনি আরও বলেন, ‘এছাড়া আমাদের ডগ স্কোয়াডের কে- নাইন ইউনিটও প্রস্তুতি নিয়েছে। পুলিশের বিশেষ শাখার সদস্যরাও মাঠ ও গ্যালারিতে নিরাপত্তা মহড়া দিয়েছে। ট্রাফিক পুলিশেরও প্রস্তুতি আছে। খেলোয়াড়রা যেখানে থাকবেন সেখানেও নিরাপত্তা জোরদার করা হয়েছে।’
খেলোয়াড়দের নিরাপত্তায় পুলিশ সম্পূর্ণ প্রস্তুত জানিয়ে পুলিশের এ কর্মকর্তা বলেন, ‘খেলোয়াড়দের নিরাপত্তায় সাদা পোশাকের পুলিশের সার্বক্ষণিক নিয়োজিত থাকবে। আমাদের অন্যান্য স্কোয়াডের সদস্যরা প্রস্তুত আছে। আমরা ফাইনাল রিহার্সাল আজ করে ফেললাম। আমরা আজ মাঠটির পুরোপুরি দায়িত্ব গ্রহণ করলাম। কাউন্টার টেরোরিজম, কে-নাইন ও বিশেষ শাখার ইউনিটের সদস্যরা সম্পূর্ণ প্রস্তুত আছে।’
এসময় সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) আবদুল মান্নান মিয়া, (ট্রাফিক) মাসুদ আহাম্মদ, উপ কমিশনার (ট্রাফিক-পশ্চিম) নিষ্কৃতি চাকমা ও অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) কাজী মো. তারেক আজিজ উপস্থিত ছিলেন।
আগামী ২৯ অক্টোবর মঙ্গলবার থেকে চট্টগ্রামে শুরু হবে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচ। প্রোটিয়াদের বিপক্ষে শেষ টেস্ট খেলতে বাংলাদেশ দল গতকাল শনিবার দুপুরে চট্টগ্রামে এসে পৌঁছেছে। বাংলাদেশ দলের সাথে দক্ষিণ আফ্রিকা দলও চট্টগ্রাম এসে পৌঁছেছে। দুটি দলই টিম হোটেল রেডিসন ব্লুতে উঠেছে। মিরপুরে অনুষ্ঠিত প্রথম টেস্টে হার দিয়ে শুরু করেছে বাংলাদেশ। পয়া ভেন্যু বলে পরিচিত চট্টগ্রামে জিততে পারলে সিরিজ হার এড়ানো যাবে।
জেএন/এমআর