ফায়ার সার্ভিসের কোথাও কোনো ব্যর্থতা নেই বলে দাবি করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম। তিনি বলেন, সংস্থাটি সবসময়ই সফলতার সঙ্গে কাজ করছে।
রোববার সকালে রাজধানীর ফুলবাড়িয়ায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স দপ্তরে পরিদর্শন শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, যেকোনো দুর্যোগ ও ক্রান্তিলগ্নে ঝাঁপিয়ে পড়েন ফায়ার সার্ভিসের সদস্যরা।
সরকার ফায়ার সার্ভিসের জনবল বৃদ্ধি করাসহ সংস্থাটিতে আরও আধুনিক সরঞ্জামাদি যুক্ত করতে কাজ করছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।
একইসঙ্গে গজারিয়ায় ফায়ার সার্ভিসের প্রশিক্ষণের প্রশিক্ষণ একাডেমি নির্মাণের কাজ দ্রুত শেষ করা হবে বলেও জানান তিনি৷
জেএন/পিআর