হালদায় রাতভর অভিযানে জাল ও মাছ ধরার সরঞ্জাম জব্দ

অনলাইন ডেস্ক

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র ‘বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ’ হালদা নদীর বিভিন্ন পয়েন্টে রাতভর অভিযান পরিচালনা করে ৩ হাজার মিটার ঘেরা জাল ও মাছ ধরার অবৈধ সরঞ্জাম জব্দ করেছে হাটহাজারী উপজেলা মৎস্য অফিস।

- Advertisement -

গতকাল রবিবার (২৭ অক্টোবর) রাত ১০ টা থেকে দিবাগত রাত দেড়টা পর্যন্ত হাটহাজারী উপজেলার গড়দুয়ারা নয়ারহাট থেকে সাত্তারঘাট পর্যন্ত পরিচালিত অভিযানের নের্তৃত্ব দেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার আমিনুল ইসলাম।

- Advertisement -google news follower

তিনি জানান, হালদা নদীর গড়দুয়ারা ইউনিয়নের বিভিন্ন অংশ ও সাত্তারঘাটের বিভিন্ন অংশে অভিযান চালানো হয়েছে। এ সময় ৩ হাজার মিটার ঘেরা জাল ও মাছ ধরার অবৈধ সরঞ্জাম জব্দ করা হয়। হালদা নদীর মা মাছ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

অভিযানের সহযোগিতা করেন, আইডিএফের ২ জন স্বেচ্ছাসেবী সদস্য ও উত্তর মাদার্শা ইউনিয়নের গ্রাম পুলিশ আদিল।

- Advertisement -islamibank

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM