দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র ‘বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ’ হালদা নদীর বিভিন্ন পয়েন্টে রাতভর অভিযান পরিচালনা করে ৩ হাজার মিটার ঘেরা জাল ও মাছ ধরার অবৈধ সরঞ্জাম জব্দ করেছে হাটহাজারী উপজেলা মৎস্য অফিস।
গতকাল রবিবার (২৭ অক্টোবর) রাত ১০ টা থেকে দিবাগত রাত দেড়টা পর্যন্ত হাটহাজারী উপজেলার গড়দুয়ারা নয়ারহাট থেকে সাত্তারঘাট পর্যন্ত পরিচালিত অভিযানের নের্তৃত্ব দেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার আমিনুল ইসলাম।
তিনি জানান, হালদা নদীর গড়দুয়ারা ইউনিয়নের বিভিন্ন অংশ ও সাত্তারঘাটের বিভিন্ন অংশে অভিযান চালানো হয়েছে। এ সময় ৩ হাজার মিটার ঘেরা জাল ও মাছ ধরার অবৈধ সরঞ্জাম জব্দ করা হয়। হালদা নদীর মা মাছ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
অভিযানের সহযোগিতা করেন, আইডিএফের ২ জন স্বেচ্ছাসেবী সদস্য ও উত্তর মাদার্শা ইউনিয়নের গ্রাম পুলিশ আদিল।
জেএন/পিআর