আওয়ামী লীগ নিষিদ্ধ কিংবা নিবন্ধন বাতিলের বিষয়ে কোনো রিট করা হয়নি বলে জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক সার্জিস আলম।
সোমবার (২৮ অক্টোবর) এক ফেসবুক পোস্টে তিনি বিষয়টি স্পষ্ট করেন। এতে তিনি লেখেন, আওয়ামী লীগকে দল হিসেবে নিষিদ্ধ কিংবা নিবন্ধন বাতিলের কোনো কথা রিটে নেই৷
রিট দুটির বিষয়ে উল্লেখ করে সারজিস লেখেন-
১. আওয়ামী লীগের বিগত ৩টি নির্বাচনকে কেন অবৈধ ঘোষণা করা হবে না এবং অবৈধভাবে প্রাপ্ত সুবিধাগুলো কেন ফিরিয়ে দিবে না সে বিষয়ে প্রথম রিট৷
২. এই মামলার রায় না হওয়া পর্যন্ত কেন তাদেরকে পলিটিক্যাল সকল একটিভিটি থেকে কেন বিরত রাখা হবে না সে বিষয়ে দ্বিতীয় রিট৷
বিষয়টি ভালো করে পড়ে দেখার আহ্বান জানিয়েছেন এই সমন্বয়ক। এদিন সকালে আওয়ামী লীগ নিষিদ্ধের রিট করা হয়েছে উল্লেখ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে খবর ছড়িয়ে পড়ে।
জেএন/পিআর