ভোট বর্জনের সিদ্ধান্ত এখনও হয়নি: ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ভোট বর্জনের দলীয় সিদ্ধান্ত এখনও হয়নি। বিকাল ৪টা পর্যন্ত বিএনপি দেখবে। তারপর এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।

- Advertisement -

রোববার (৩০ ডিসেম্বর) দুপুর ১টায় ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলন তিনি এসব কথা বলেন।

- Advertisement -google news follower

ফখরুল বলেন, সরকার সব রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে নির্বাচনের নামে তামাশা করছে। পুলিশকে ব্যবহার করে আওয়ামী লীগ সন্ত্রাসীরা কেন্দ্র দখল করেছে। সেনাবাহিনীকে স্ট্যাচুর মতো রাখা হয়েছে। সরকার ব্লুপ্রিন্ট তৈরি করে জাতিকে ধোকা দিয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, পৌর বিএনপির সভাপতি ও জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আব্দুল হালিম, জেলা যুবদলের সভাপতি মাহবুল্লাহ চৌধুরী, আবু নুর প্রমুখ।

জয়নিউজ/আরসি
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM