চট্টগ্রামের মিরসরাইয়ে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শিবিরের এক উপশাখার সভাপতিকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
সোমবার ( ২৮ অক্টোবর) দলীয় দায়িত্বশীল বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়। বহিষ্কৃত ওই শিবির সভাপতির নাম আব্দুল্লাহ আল নোমান (২৬)। তিনি মিরসরাই উপজেলার ১৪ নং হাইতকান্দী ইউনিয়নের জোড় পুকুর শিবির উপশাখার সভাপতি।
তার বিরুদ্ধে সংগঠনের অভ্যন্তরে বিশৃঙ্খলা, গ্রুপিং ও অভ্যন্তরীণ তথ্য পাচারের অভিযোগ রয়েছে।
তবে অভিযোগ ও বহিষ্কারের বিষয়ে নিজের ফেসবুক ওয়ালে আব্দুল্লাহ আল নোমান লিখেন, আমি কোন রাজনৈতিক সংগঠনের সাথে সম্পৃক্ত নই, তাই আমার ব্যাপারে অভিযোগ কিংবা বহিষ্কার কোনটাই সত্য নয়।
মিরসরাই উপজেলা শিবির শাখার সভাপতি নোমান জানান, জোড় পুকুর শিবির উপশাখার সভাপতি আব্দুল্লাহ আল নোমানকে একাধিকবার সতর্ক করা হয়েছিল। এছাড়া তার বিরুদ্ধে আনিত অভিযোগের সত্যতা পাওয়া গেছে।
তাই সাংগঠনিক নিয়ম অনুযায়ী তাকে বহিষ্কার করা হয়েছে, যাতে সংগঠনের নাম ব্যবহার কোন প্রকার ব্যক্তিগত উদ্দেশ্য হাসিল করতে না পারে।
তবে নাম প্রকাশে অনিচ্ছুক ১৪ নং হাইতকান্দী ইউনিয়নের শিবির ও জামাতের একটি অংশ দাবি করে বহিষ্কৃত আব্দুল্লাহ আল নোমান দলীয় অনুগত ও সাংগঠনিক দায়িত্বশীল একজন নেতা। তার বিরুদ্ধে একটি চক্র চক্রান্ত করে এসব করেছে।
জেএন/আশরাফ/পিআর