চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মেখল ইউনিয়নের ইছাপুর বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুরে পরিচালিত এ অভিযানের নের্তৃত্ব সহকারী কমিশনার (ভূমি) লুৎফুন নাহার শারমীন।
তিনি জানান, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের লক্ষ্যে অভিযান চালানো হয়। অভিযানে মূল্যতালিকা প্রদর্শন না করা ও পণ্যের মেয়াদোত্তীর্ণ সহ একাধিক অপরাধে ভোক্তা অধিকার আইনে ৫ দোকানিকে সাড়ে ৮ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনার সময় হাটহাজারী মডেল থানা পুলিশের একটি দল ও উপজেলা ভূমি অফিসের কর্মচারিরা সহযোগিতা করেন।
জেএন/পিআর