অপরিষ্কার অপরিচ্ছন্ন ও নোংরা পরিবেশে খাবার প্রক্রিয়াজাতকরণ, বিভিন্ন খাবার পড়ে থাকা, অনঅনুমোদিত কেমিক্যাল ব্যবহার করা, ভাতসহ বিভিন্ন বাসি খাবার পুনরায় বিক্রয়ের উদ্দেশ্যে ফ্রিজে সংরক্ষণের মতো অপরাধে ২০ হাজার টাকা জরিমানা দিতে হয়েছে চট্টগ্রাম নগরীর শপিং কমপ্লেক্স এলাকার ‘সাকিব রেস্টুরেন্ট এন্ড ইন্ডিয়ান ফুডস’কে।
মঙ্গলবার (২৯ অক্টোবর) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তদারকিমুলক অভিযান পরিচালনার সময় এসব অনিয়ম ধরা পড়ায় গুনতে হয় জরিমানা।
অভিযানটির নের্তৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রামের সহকারী পরিচালক মো. আনিছুর রহমান।
তিনি বলেন, নানা অনিয়মের কারণে প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভবিষ্যতে যেন এধরনের অপরাধ সংগঠিত না হয় সে বিষয়ে তাদের সতর্ক করে মুচলেকা নেওয়া হয়েছে।
জেএন/পিআর