চট্টগ্রামে দুর্বল বোলিংয়ে হতাশা বাড়ছে বাংলাদেশের

খেলাধুলা ডেস্ক

মিরপুর টেস্টে বাজেভাবে হেরেছে টাইগাররা। চট্টগ্রামের দ্বিতীয় টেস্টেও এখন পর্যন্ত আশার আলো দেখছে না বাংলাদেশ। আগে ব্যাট করেই বাজিমাত করেছে দক্ষিণ আফ্রিকা।

- Advertisement -

বাংলাদেশের দুর্বল বোলিংয়ে এবং প্রোটিয়ারাদেন দুর্দান্ত ব্যাটিংয়ে রান পাহাড় তৈরি হচ্ছে।

- Advertisement -google news follower

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৯৬ ওভারে ২ উইকেট হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। ডেভিড বেডিংহ্যাম ৭০ বলে ৫০ রান এবং ২৫৬ বলে ১৬৬ রানে ব্যাট করছেন টনি ডে জর্জি।

বুধবার (৩০ অক্টোবর) দ্বিতীয় দিনেও দুর্দান্ত শুরু করে আগের দিনে ২৫ রান করা ডেভিড বেডিংহ্যাম এবং ১৪১ রানে অপরাজিত থাকা টনি ডে জর্জি। ২৩৫ বলে নিজের ১৫০ রান পূরণ করেন জর্জি।

- Advertisement -islamibank

অপর প্রান্ত থেকে ৭০ বলে ফিফটি তুলে নেন বেডিংহ্যাম। দুজনের ব্যাটে ভর করে ৩৫০ ছাড়িয়েছে প্রোটিয়াদের রান।

উল্লেখ্য, প্রথম দিনে ৮১ ওভার ব্যাট করে ২ উইকেট হারিয়ে ৩০৭ রান তুলেছে দক্ষিণ আফ্রিকা।

ডেভিড বেডিংহ্যাম ২৫ বলে ১৮ রান এবং ২১১ বলে ১৪১ রানে অপরাজিত থেকে প্রথম দিনের খেলা শেষ করেছে টনি ডে জর্জি।

এখান থেকেই দ্বিতীয় দিনের খেলা শুরু করেছে দুই দল।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM