অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেছেন, কোনো ক্রমেই যাতে সাধারণ মানুষের কষ্ট না হয় সরকার সেটা দেখবেন।
বুধবার (৩০ অক্টোবর) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভা শেষে এ কথা জানান তিনি।
অর্থ উপদেষ্টা বলেন, আমরা অবশ্যকীয় জিনিসের ঘাটতি হতে দেব না। সার, চিনি, ছোলা, সয়াবিন তেল আমদানি করা খুব গুরুত্বপূর্ণ। এগুলো আমরা ক্রয়ের প্রস্তাব অনুমোদন করেছি।
তিনি বলেন, রোজার জন্য সয়াবিন ও ছোলা। কিছুদিন পর খেজুরের ব্যাপারেও আমরা সিদ্ধান্ত নেবো। কোনো ক্রমেই যাতে সাধারণ মানুষের কষ্ট না হয় সেটা আমরা দেখবো।
আমেরিকাযয় তার সঙ্গে ঝামেলার ব্যাপারে মন্তব্য করতে রাজি হননি তিনি। এ সময় টাকা পাচারের বিষয়ে পরে জানাবেন বলে মন্তব্য করেন সালেহউদ্দিন আহমেদ।
জেএন/পিআর