রাঙামাটির পর্যটনের জন্য সুখবর। টানা ২৪ দিনের নিষেধাজ্ঞা তুলে শীঘ্রই খুলছে দুয়ার। আগামী ১ নভেম্বর থেকে পুনরায় পর্যটকদের জন্য খুলে দেয়া হচ্ছে ভ্রমণ স্পট।
বুধবার (৩০ অক্টোবর) দুপুরে রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান।
তিনি বলেন, ‘সার্বিক পরিস্থিতি বিবেচনায় আগামী ১ নভেম্বর থেকে রাঙামাটিতে পর্যটক ভ্রমণে সব ধরনের বিধি নিষেধ তুলে নেয়া হয়েছে। পর্যটকদের ভ্রমণে এখন আর কোনও সমস্যা নেই। তাদের সব ধরনের নিরাপত্তা দেয়া হবে।’
জেলা প্রশাসক বলেন, ‘আগামী ৫ নভেম্বর খাগড়াছড়িতে বিধিনিষেধ তুলে নেয়া হচ্ছে, পর্যটকরা ইচ্ছে করলে ওই দিন থেকে সাজেক ভ্রমণেও যেতে পারবেন।’ এ সময় তিনি পর্যটকদের নিরাপদে রাঙামাটি ভ্রমণের আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শামীম হোসেনসহ পর্যটন সংশ্লিষ্ট বিভিন্ন ব্যবসায়ী, উদ্যোক্তা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন
এর আগে গত ৬ অক্টোবর রাঙামাটি পার্বত্য জেলায় পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করে জেলা প্রশাসন। নিষেধাজ্ঞায় অনিবার্য কারণবশত ৮ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত পর্যটকদের রাঙামাটি পার্বত্য জেলা ভ্রমণ থেকে বিরত থাকার জন্য অনুরোধ জানানো হয়।
জেএন/পিআর