চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানাধীন বহদ্দারহাট চাঁন মিয়া সড়ক থেকে অপহৃত ব্যবসায়ী মো. ছৈয়দুল আলম তালুকদার (৬৫) কে অপহরণের ৬ দিন পর কক্সবাজারের চকরিয়া থেকে উদ্ধার করেছেন সিএমপি পাঁচলাইশ মডেল থানা পুলিশ।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) ভোর ৩টা থেকে পাঁচলাইশ থানা পুলিশ চকরিয়া উপজেলার কাকারা পাইথন পাহাড়ে ৬ ঘন্টার অভিযান চালিয়ে তাঁকে নিরাপদে উদ্ধার করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন পাঁচলাইশ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান। অপহৃত ব্যবসায়ী মো. ছৈয়দুল আলম তালুকদারের স্থায়ী ঠিকানা রাঙ্গুনিয়া উপজেলার পোমরা মহতী পাড়া। বর্তমানে তিনি নগরীর পাঁচলাইশ শরীফ বিল্ডিংয়ে বসবাস করেন।
মামলার এজাহার ও ঘটনা সূত্রে জানা যায়, গত ২৬ অক্টোবর দুপুরে ব্যবসায়ী ছৈয়দুল আলমকে তাঁর মুঠোফোনে সেলিম নামে এক ব্যক্তি ফোন করে ব্রিক ফিল্ডের ব্যবসার টাকা দেওয়ার কথা বলে পাঁচলাইশ এলাকার নিজ বাসা থেকে নীচে ডেকে নিয়ে যান। তার কিছুক্ষণ পরে তিনি বাসায় ফিরে না আসলে পরিবারের লোকজন তাঁর ব্যবহৃত মুঠোফোনে কল দিয়ে ফোন বন্ধ পাওয়া যায়।
পরে বহু খোঁজাখুঁজি করেও কোন সন্ধান পায়নি তার পরিবার। পরদিন দুপুর ১টার দিকে অপরিচিত একটি নম্বর থেকে ব্যবসায়ীর স্ত্রীকে ফোন করে ২০ লাখ টাকার মুক্তিপণ দাবি করা হয়। এমনকি অপহরণকারীরা অপহৃত ব্যবসায়ীর মোবাইল নম্বরটিতে নগদ একাউন্ট খুলে তাতে মুক্তিপণের টাকা দিতে বলেন। পরে অপহরণকারীরা কৌশলে ১০ হাজার টাকা হাতিয়ে নেয়।
এ ঘটনায় পুলিশ বাসার সামনে থাকা একটি সিসিটিভি’র ফুটেজ পর্যালোচনা করে দেখতে পান, ঘটনার দিন ১টা ৪৫ মিনিটের সময় নগরীর পাঁচলাইশ থানাধীন বহদ্দারহাট এলাকার সিটি কর্পোরেশনের কাঁচা বাজার সংলগ্ন রাস্তা থেকে একটি মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি অপহৃতকে মাঝখানে বসিয়ে তুলে নিয়ে যান।
এ ঘটনাটি জেনে ভিকটিমের ছেলে মহিম উদ্দিন তালুকদার (৩০) গত ২৭ অক্টোবর রাতে চান্দগাঁও বরিশাল কলোনির মো. সেলিম (৪০) কে আসামি করে পাঁচলাইশ থানায় মামলা দায়ের করেন। সেলিমের নিজ বাড়িও রাঙ্গুনিয়া উপজেলার পোমরা গ্রামের মহতী পাড়ায়।
এ ঘটনার ৬ দিন পর পাঁচলাইশ মডেল থানার ওসি মোহাম্মদ সোলাইমানের নির্দেশে মামলার তদন্ত কর্মকর্তা এসআই জায়েদ আব্দুল্লাহ বিন ছরওয়ার ও চৌকস টিম বিশেষ প্রযুক্তির সহায়তায় কক্সবাজারের চকরিয়া কাকারা পাইথন পাহাড়ে (গত রাতে) দীর্ঘ ৬ ঘন্টার রুদ্ধশ্বাস অভিযান শেষে অপহৃত ব্যবসায়ীকে নিরাপদে উদ্ধার করেন।
এ বিষয়ে পাঁচলাইশ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বলেন, ‘ঘটনাটি শুনে সিসিটিভি ফুটেজ দেখে নিশ্চিত হয়ে তারপর আমরা মামলা নিয়েছি। পরে চকরিয়ার পাহাড়ে ৬ ঘন্টার অভিযান শেষে অপহৃতকে নিরাপদে উদ্ধার করতে সক্ষম হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা পালিয়ে যান। বর্তমানে ব্যবসায়ী ব্যক্তি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাপসাপাতলে চিকিৎসাধীন রয়েছেন।’
জেএন/এমআর