সাবেক প্যানেল মেয়রের ছাগলের খামারের মাটি খুঁড়ে মিললো সিগারেটের নকল ব্যান্ডরোল

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম সিটি করপোরেশনের(চসিক) সাবেক প্যানেল মেয়র কাউন্সিলর আব্দুস সবুর লিটনের মালিকানাধীন ছাগলের খামারে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল ও ব্যবহৃত সিগারেটের ব্যান্ডরোল জব্দ করা হয়েছে।

- Advertisement -

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বিকেলে কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার ফার্ম চেয়ারম্যান পাড়া এলাকায় এ টোবাকোর গুদাম ও ছাগলের খামারের মাটি খুঁড়ে এসব উদ্ধার করেছে চট্টগ্রামের কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট।

- Advertisement -google news follower

বিজয় টোবাকোর বেশিরভাগ শেয়ারের মালিক কাউন্সিলর আবদুস সবুর লিটন ও তাঁর ভাই আবদুল মান্নান।

বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে চট্টগ্রামের কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট জানায়, মাটি খনন করে ফয়েল পেপারে মোড়ানো অবস্থায় ব্যবহৃত সিগারেট স্ট্যাম্প ও নকল সিগারেট ব্যান্ডরোল পাওয়া যায়। বিজয় ইন্টারন্যাশনাল টোব্যাকো লিমিটেডের কক্সবাজারের ভ্যাট ম্যানেজার মো. কামরুজ্জামান স্বপনের উপস্থিতিতে ৩৬ লাখ ২৪ হাজার পিস ব্যবহৃত সিগারেট স্ট্যাম্প ও আড়াই লাখ পিস সিগারেট নকল ব্যান্ডরোলের জব্দ করা হয়। বর্ণিত ব্যান্ডরোলগুলো ব্যবহার করলে প্রায় ১৫ কোটি টাকার রাজস্ব ফাঁকি হতো। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলছে।’

- Advertisement -islamibank

এর আগে ৯ এবং ২১ মে শুল্ক গোয়েন্দারা তারা ইন্টারন্যাশনাল টোবাকোতে অভিযান চালায়। এ সময় বেশ কিছু নথিপত্র জব্দ করেন তারা।

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM