দুই রোহিঙ্গাসহ টেকনাফে ৯ কৃষক অপহরণ

অনলাইন ডেস্ক

কক্সবাজারের টেকনাফে ফের ৯ জন কৃষক অপহরণের শিকার হয়েছে বলে অভিযোগ ওঠেছে। তাদের ৭ জন স্থানীয় ও দুই জন রোহিঙ্গা বলে জানা গেছে। উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের কানজর পাড়াস্থ করাচি পাড়া পাহাড়ি এলাকা থেকে ওই কৃষকদের অপহরণ করা হয়।

- Advertisement -

শনিবার (২ নভেম্বর) সকাল সাড়ে ৮ টার দিকে এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় বাসিন্দা আবুল হাশেম।

- Advertisement -google news follower

অপহৃতরা হলেন- নুরুল ইসলামের ছেলে আনোয়ার, বাঁচা মিয়ার ছেলে গিয়াস উদ্দিন, জালাল আহমদের ছেলে বেলাল উদ্দিন, আবুল হোছনের ছেলে আবু বকর, নুরুল আলমের ছেলে মুহাম্মদ আলম, আজিজুর রহমানের ছেলে কফিল ও নুরুল হোছন। তবে দুই রোহিঙ্গার নাম ঠিকানা পাওয়া যায়নি।

হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর আহমদ আনোয়ার জানান, স্থানীয় ৭ জনকে অপহরণ হয়েছে বলে শুনলাম, পাহাড়ের প্রদেশে ক্ষেত খামারে কাজ করার সময় তাদেরকে অপহরণকারীরা ধরে নিয়ে যায়, আমি টেকনাফ মডেল থানা পুলিশকে অবহিত করেছি।

- Advertisement -islamibank

টেকনাফ মডেল থানার (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন- বিষয়টি আমিও শুনেছি। ইতিমধ্যে ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে।

উল্লেখ্য, গেল এক সপ্তাহের ব্যবধানে- দুই কৃষকসহ আরো পাঁচজনকে অপহরণ করেছিল। তারা সবাই মুক্তিপণ দিয়ে ফিরে এসেছে।

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM