সারাদেশে ২২ কেন্দ্রে ভোট স্থগিত

একাদশ সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়েছে। চলছে ভোট গণনা। কিন্তু নির্বাচনি সংঘাত, সহিংসতার কারণে সারাদেশে ২২টি কেন্দ্রে ভোট স্থগিত করেছে নির্বাচন কমিশন।

- Advertisement -

রোববার (৩০ ডিসেম্বর) সারাদেশে ভোট গ্রহণের বিষয়ে সাংবাদিকদের ব্রিফিং করেন নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ। তিনি এ সময় ২২ কেন্দ্রে ভোট স্থগিতের এ তথ্য জানান।

- Advertisement -google news follower

প্রতিবারের মতো এবারও নির্বাচনের আগেরদিন অর্থাৎ শনিবার (২৯ ডিসেম্বর) থেকে দেশের বিভিন্ন স্থানে বেশ কিছু সহিংসতার ঘটনা ঘটেছে।
এতে প্রাণ হারিয়েছে ১১ জন। নির্বাচনি সহিংসতায় সর্বাধিক ৩ জন

মারা গেছে চট্টগ্রাম জেলায়। এছাড়া কুমিল্লায়২জন এবং রাঙামাটি, কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী,বগুড়া ও রাজশাহীতে একজন করে নিহত হয়েছেন।

- Advertisement -islamibank

এদিকে কারচুপির অভিযোগ এনে বিভিন্ন আসনের ধানের শীষ প্রার্থীরা ইতোমধ্যে ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন।
এবার সারাদেশে ২৯৯ আসনে মোট ৪০ হাজার ৫১টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

জয়নিউজ/পলাশ
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM