বোমার শব্দে কাঁপছে টেকনাফ সীমান্ত, আতঙ্কে স্থানীয়রা

দেশজুড়ে ডেস্ক :

মিয়ানমারের সরকারি বাহিনী ও বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির মধ্যে সংঘর্ষ চলছে। যার বোমা ও মর্টারশেলের শব্দে কাঁপছে টেকনাফ সীমান্ত। রাতে এই বিকট শব্দে সীমান্তবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়েছে।

- Advertisement -

স্থানীয়রা জানান, শনিবার সকাল থেকে রাত পর্যন্ত থেমে থেমে আবার টানা বোমা ও মর্টারশেলের ভারী শব্দ শুনতে পাচ্ছেন।

- Advertisement -google news follower

টেকনাফের হ্নীলা, সাবরাং ও শাহপরীর দ্বীপ ও সেন্টমার্টিন সীমান্ত জুড়ে প্রতিবেশি দেশ মিয়ানমারের শব্দ এসে কানে লাগছে বাংলাদেশিদের।

ধারণা করা হচ্ছে, মিয়ানমারে মংডু ও তার আশপাশের সীমান্তে দুই পক্ষের মধ্যে এই সংঘর্ষ চলছে।

- Advertisement -islamibank

তারা আরও বলেন, এদিন সকাল ও দুপুরে মিয়ানামার অংশে দুই-একবার হেলিকপ্টর উড়তেও দেখেছেন। ধারণা করা হচ্ছে, হেলিকপ্টর থেকে বোমা নিক্ষেপ করছে সরকারি বাহিনী।

তবে সংঘর্ষের কোনো ভারী অস্ত্রের অংশ টেকনাফে নিক্ষেপ হওয়ার খবর পাওয়া যায়নি।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM