আকবরশাহতে পলিথিন কারখানায় সেবা সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা

অনলাইন ডেস্ক

সারাদেশে নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ উৎপাদনকারী কারখানার বিরুদ্ধে অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের ঘোষণা অনুযায়ী রোববার (৩ নভেম্বর) এ অভিযান চালানো হয়।

- Advertisement -

এ সময় চট্টগ্রামের আকবর শাহ বিশ্বকলোনী কাঁচাবাজার এলাকায় অভিযান পরিচালনা করে একটি কারখানার গ্যাস, বিদ্যুৎ ও পানির সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

- Advertisement -google news follower

এছাড়াও কর্নেল হাট কাঁচাবাজারে অভিযান পরিচালনা করে প্রায় ১১৬ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ এবং ১ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন চট্টগ্রামের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসরাফিল জাহান।

এ বিষয়ে ম্যাজিস্ট্রেট ইসরাফিল বলেন, নিষিদ্ধ পলিথিন বন্ধ করতে এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত বাজার মনিটরিং করা হবে।

- Advertisement -islamibank

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM