ফিলিস্তিনের গাজাতে ইসরায়েলের বিমান হামলায় অন্তত ৩১ ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। এতে করে উপত্যকাটিতে মোট নিহতের সংখ্যা ৪৩ হাজার ৩৪০ জন ছাড়িয়ে গেছে।
আজ সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল রবিবার গাজা উপত্যকায় ইসরায়েলের বিমান হামলায় কমপক্ষে ৩১ জন নিহত হন বলে ফিলিস্তিনি চিকিৎসকরা জানিয়েছেন। এর মধ্যে প্রায় অর্ধেক প্রাণহানির ঘটনা ঘটেছে গাজার উত্তরাঞ্চলে।
ফিলিস্তিনি চিকিৎসকরা জানিয়েছেন, গতকাল ইসরায়েলের হামলায় নিহতদের মধ্যে অর্ধেকই গাজার উত্তরাঞ্চলের।
এই অঞ্চলে হামাস পুনঃসংগঠিত হচ্ছে দাবি করে ইসরায়েলি সেনাবাহিনী সেখানে নির্বিচারে হামলা চালিয়ে যাচ্ছে।
চিকিৎসকরা বলছেন, ইসরায়েলি সেনাদের নতুন আক্রমণের কেন্দ্রবিন্দু এখন বেইট লাহিয়া শহর এবং জাবালিয়ায় বাড়িগুলো।
গত রাতের পৃথক হামলায় কমপক্ষে ১৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন সেখানে। বাকিরা গাজা শহরে এবং দক্ষিণাঞ্চলে পৃথক ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছেন। কেবল খান ইউনিসে চার শিশুসহ ৮ জন নিহত হয়েছেন।
উল্লেখ্য, গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলের বিভিন্ন অবৈধ বসতিতে অতর্কিত হামলা চালায় হামাস যোদ্ধারা। ওই সময় ১ হাজার ২০০ জনকে হত্যা করে তারা। একই সঙ্গে প্রায় ২৫০ জনকে ধরে গাজায় নিয়ে আসে।
হামাসের এই হামলার প্রতিশোধ নিতে সেদিন থেকেই গাজায় নির্বিচারে হামলা চালানো শুরু করে ইসরায়েল। যা এখনও অব্যাহত।
জেএন/পিআর