নির্বাচনের কারণে প্রায় ২৭ ঘণ্টা বন্ধ থাকার পর মোবাইল ইন্টারনেট সেবা ফের চালু হয়েছে।
রোববার (৩০ ডিসেম্বর) ভোট শেষ হওয়ার ২ ঘণ্টা পর সন্ধ্যা সোয়া ৬টায় টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি’র নির্দেশনা পেয়ে অপারেটরগুলো ফের তাদের মোবাইল-ইন্টারনেট সেবা চালু করে।
এর আগে নির্বাচনের কারণে শনিবার (২৯ ডিসেম্বর) রাত ১১টার পর থেকে মোবাইল গ্রাহকরা পুরোপুরি ইন্টারনেট থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।