৬৫০ ফুট গভীর খাদে পড়ল যাত্রীবাহী বাস, নিহত ৩৬

প্রতিবেশী ডেস্ক :

ভারতের উত্তরাখণ্ডে সাতসকালে ভয়াবহ বাস দুর্ঘটনা ঘটেছে। পাহাড়ি রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি উল্টে পড়ল ৬৫০ ফুট গভীর খাদে

- Advertisement -

শেষে একটি নদীর ধারে গড়িয়ে পড়ে বাসটি। দুর্ঘটনায় ৩৬ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ১৯ জন।

- Advertisement -google news follower

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রের খবরে বলা হয়েছে, সোমবার সকাল ৯টা নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে উত্তরাখণ্ডের আলমোরায়। বাসটি পাউরি থেকে নৈনিতালের দিকে যাচ্ছিল।

মার্চুলার সল্ট এলাকায় পাহাড়ের খাদে গড়িয়ে পড়ে যাত্রীবাহী বাসটি। স্থানীয়দের থেকে খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ, রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী। উদ্ধারকাজে সহায়তা করেন স্থানীয়রাও।

- Advertisement -islamibank

জানা গেছে, বাসটিতে কমপক্ষে ৫০ জন যাত্রী ছিলেন। খাদে গড়িয়ে পড়ার পর বাসটি নদীর ধারে এসে পড়ে। বাসটি পুরোপুরি দুমড়ে মুচড়ে গেছে।

শেষ পর্যন্ত ৩৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহতদের উদ্ধার করে দ্রুত স্থানীয় হাসপাতালে ভর্তি করা হচ্ছে। এখনও চলছে উদ্ধারকাজ। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM