ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টকে বরখাস্ত করেছেন দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।
মঙ্গলবার ইসরায়েলের স্থানীয় সময় সন্ধ্যায় এক রেকর্ড করা বার্তায় নেতানিয়াহু বলেন, আমার ও প্রতিরক্ষামন্ত্রীর মধ্যে বিশ্বাস ভেঙে গেছে। খবর নিউইয়র্ক টাইমসের।
এ সম্পর্কিত এক বার্তায় দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয় জানায়, গ্যালান্টের স্থলাভিষিক্ত হচ্ছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটজ। আর পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব নেবেন গিডিয়ন সাআর।
নতুন প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব পাওয়া কাটজের তেমন কোনো সামরিক অভিজ্ঞতা নেই। তবে পুরো গাজা যুদ্ধের সময় তিনি মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন।
নেতানিয়াহুর তরফ থেকে বরখাস্তের খবর জনসম্মুখে প্রকাশের কিছু পরই সামাজিক মাধ্যম এক্স-এ প্রতিক্রিয়া জানিয়েছেন গ্যালান্ট।
সেখানে এক পোস্টে তিনি লিখেছেন, ইসরায়েলের নিরাপত্তাই ছিল ও থাকবে আমার আজীবনের মিশন।
জেএন/পিআর