হান্সি ফ্লিকের অধীনে নতুন করে জেগে ওঠেছে বার্সেলোনা। পুরনো গুরুকে পেয়ে কাতালান ক্লাবটির হয়ে জেগে ওঠেছেন রবার্ট লেভানডভস্কিও।
পোলিশ এই তারকা নিজের ক্যারিয়ারের সেরা সময়টা কাটিয়েছেনবায়ার্ন মিউনিখে।
জার্মান ক্লাবটিতে তিনি খেলেছেন ফ্লিকের অধীনে, ২০১৯-২০ মৌসুমে ফ্লিকের বায়ার্নের মহাদেশীয় ট্রেবল জয়ের সময় ৪৭ ম্যাচে ৫৫ গোল করেছিলেন লেভা, এবারও তেমন কিছুরই আভাস দিচ্ছেন তিনি।
গতকাল চ্যাম্পিয়ন্স লিগে রেড স্টার বেলগ্রেডের বিপক্ষে মাঠে নেমেছিল বার্সেলোনা। এই ম্যাচে ৫-১ গোলের দুর্দান্ত জয় পেয়েছে কাতালান ক্লাবটি।
এর আগে চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের সবশেষ ম্যাচে বায়ারনিওকে উড়িয়ে দিয়েছিল ফ্লিকের শিষ্যরা। এরপর রিয়াল মাদ্রিদের বিপক্ষে ৪-০ গোলের দুর্দান্ত জয় পেয়েছেন লামিনে ইয়ামালরা। এরপর এলো গতকালের জয়।
বার্সেলোনার ৫-২ গোলে জেতার পথে গতকাল জোড়া গোল করেছেন লেভা। ম্যাচের দুই অর্ধে দুইটি গোল করে বার্সেলোনার বড় জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন পোলিশ এই তারকা। শুধু এই ম্যাচ নয়, চলতি মৌসুমেই উড়ছেন তিনি।
লা-লিগার চুমান মৌসুমে এখনো পর্যন্ত সর্বোচ্চ গোলদাতা লেভানডভস্কি, করেছেন ১২ গোল, একই সঙ্গে চ্যাম্পিয়ন্স লিগেও তিনি আছেন শীর্ষ গোলদাতার তালিকায়, করেছেন ৫ গোল। দুই প্রতিযোগীতা মিলিয়ে ইতোমধ্যেই এ মৌসুমে ১৯ গোল করেছেন তিনি।
উড়তে থাকা লেভা গতকাল ২ গোল করে দারুণ এক মাইলফলক ছোঁয়ার দ্বারপ্রান্তে পৌঁছেছেন। চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে এ মাইলফলক ছুঁয়েছেন কেবল লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদো।
ইউরোপিয়াম শ্রেষ্ঠত্বের প্রতিযোগীতায় ১০০ গোলের রেকর্ড আছে কেবল মেসি-রোনালদোর। এবার এ রেকর্ডেই ভাগ বসাতে চলেছেন লেভা।
গতকাল দুই গোল করে চ্যাম্পিয়ন্স লিগে লেভার মোট গোল এখন ৯৯টি। আর একটি গোল করলেও তিনি করবেন সেঞ্চুরি। ইতিহাসের তৃতীয় ফুটবলার হিসেবে এ রেকর্ড ছুঁতে চলেছেন তিনি।
এদিকে চ্যাম্পিয়ন্স লিগের শীর্ষ গোলদাতা থাকছেন রোনালদোই। পর্তুগীজ মহাতারকা এ প্রতিযোগীতায় করেছেন মোট ১৪১ গোল। আর দুইয়ে আছেন মেসি, তিনি করেছেন ১২৯ গোল।
জেএন/পিআর