নেইমারের চুক্তি বাতিলের ‘চিন্তা করছে’ আল হিলাল!

খেলাধুলা ডেস্ক :

গত বছরের আগস্টে পিএসজি ছেড়ে আল হিলালে যোগ দিয়েছেন নেইমার জুনিয়র।

- Advertisement -

তবে এক বছরেরও বেশি সময় পার হয়ে গেলেও সৌদি ক্লাবটির হয়ে এখনও নিজের ঝলক দেখানো হয়ে ওঠেনি ব্রাজিলিয়ান এই ফুটবলারের।

- Advertisement -google news follower

হবেই বা কিভাবে, আল হিলালে যোগ দেয়ার পর থেকেই যে তিনি লড়ছেন চোটের সঙ্গে। এ কারণে সৌদি ক্লাবটিতে তার ভবিষ্যৎ নিয়েও শঙ্কা তৈরি হয়েছে।

গত বছরের অক্টোবরে ব্রাজিলের হয়ে খেলতে নেমে চোটে পড়েছিলেন নেইমার। হাঁটুর লিগামেন্ট ইনজুরির কারণে তাকে এ বছর মাঠের বাইরে থাকতে হয়েছে।

- Advertisement -islamibank

সুস্থ হয়ে মাঠে ফিরেছেন গত অক্টবরে, আল হিলালের হয়ে এএফসি চ্যাম্পিয়ন্স লিগে বদলি হয়ে মাঠে নেমেছিলেন।

ফেরার পর নেইমার আল হিলালের হয়ে নিজের দ্বিতীয় ম্যাচে মাঠে নেমেছিলেন গত সোমবার। এই ম্যাচেও তাকে বদলি হিসেবেই মাঠে নামিয়েছিল আল হিলাল, তবে ম্যাচ শেষ করতে পারেননি তিনি, চোট পেয়ে ওঠে যেতে হয়েছে তাকে।

ধারণা করা হয়েছিল গুরুতর কিছু হয়নি ব্রাজিলিয়ান এই তারকার। তবে আল হিলাল জানিয়েছে, হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েছেন নেইমার। এই চোট থেকে অন্তত চার থেকে ছয় সপ্তাহ সময় লাগবে।

নেইমারকে মাঠে ফিরতে আবার অন্তত মাসখানেক সময় অপেক্ষা করতে হবে বলেই ধারণা করা হচ্ছে।

নেইমারের চোট নিয়ে আল হিলাল কোচ হোর্হে জেসুস বলেন, এটা সাধারণ কোনো চোট নয়, ওর পেশিতে ব্যাথা আছে, তবে এটা হাঁটুর কোনো সমস্যা নয়।

ফের চোটে পড়ায় আল হিলালে নেইমারের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা সৃষতি হয়েছে। তিনি চোটের কারণে মাঠের বাইরে ছিলেন বলে সৌদি প্রো লিগের জন্য তাকে নিবন্ধন করায়নি আল হিলাল।

জানা গিয়েছিল, ব্রাজিলিয়ান তারকা সুস্থ হয়ে ফিরলে আগামী বছর তাকে নিবন্ধন করাবে তাকে। তবে এখন আবার চোতে পড়েছেন তিনি।

আল হিলালের সঙ্গে নেইমারের চুক্তি আছে আগামী বছরের জুন পর্যন্ত। ফলে আগামী বছরের তাকে প্রো লিগে নিবন্ধন করানো হবে কি না তা নিয়ে অনিশ্চয়তা আছে।

বেশ কিছু সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, বারবার চোতে পড়ায় এবং চুক্তির মেয়াদের বেশিরভাগ সময় মাঠের বাইরে থাকায় নেইমারের সঙ্গে নতুন করে চুক্তি নাও করতে পারে আল হিলাল।

এদিকে কদিন আগেই নেইমারের ভবিষ্যত নিয়ে কথা বলেছিলেন ব্রাজিলিয়ান তারকার শৈশবের ক্লাব সান্তোসের সহসভাপতি ওসভালদো নিকো। আগামী মৌসুমেই নেইমার ক্লাবটিতে ফিরবেন বলে জানিয়েছেন তিনি।

নেইমার বিশ্ব দরবারে নিজেকে চিনিয়েছেন সান্তোসের হয়ে খেলেই। সান্তোস থেকেই ২০১৩ সালে তিনি যোগ দেন বার্সেলোনায়।

নেইমারকে নিয়ে ক্লাবটির সহসভাপতি বলেছিলেন, ‘নেইমার জুনে সান্তোসে আসবে। আমাদের মধ্যে এই আলাপ হয়েছে। এখানে সবাই নেইমারের সঙ্গে খেলেছে। এমনকি জে লাভ এবং আন্দ্রে ফিলিপে আর সে (নেইমার) যখন এখানে ছিল, তখন গোলও করেছে। সব মিলিয়ে বিষয়টি হচ্ছে নেইমার সান্তোসে ফিরছে।’

সান্তোসের সহসভাপতির এমন মন্তব্যের পর নেইমার আবার ব্রাজিলেই ফিরছেন এমন ধারণার সৃষ্টি হয়েছে। এদিকে আল হিলালেও তার চুক্তির মেয়াদ ফুরিয়ে আসছে, সেই সঙ্গে ক্রমাগত চোটের কারণে মাঠের বাইরে থাকতে হচ্ছে তাকে।

সব মিলিয়ে নেইমারের ভবিষ্যৎ কোনদিকে যাবে তা হয়তো জানা যাবে আরও কিছুদিন পরই।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM