চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ঢেমশা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ফুলজানির বর বাড়ি এলাকায় আগুন লাগার ঘটনা ঘটেছে।
বুধবার (৬ নভেম্বর) দিবাগত রাত পৌনে ২ টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে লাগা এ আগুনে ১০টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।
প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, মধ্যরাতে হঠাৎ করেই বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। আগুনের লেলিহান শিখা মুহুর্তেই চারপাশে ছড়িয়ে পড়ে।
এলাকাবাসীরা এগিয়ে এসে পুকুর থেকে জল এনে আগুন নেভানোর চেষ্টা করেও ব্যর্থ হলে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। পরে দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
তবে তার আগেই আব্দুল গফুর, আব্দুস ছবুর, মোহাম্মদ ইউনুছ, মোহাম্মদ হারুন, মোহাম্মদ নাছির, মোহাম্মদ মহিউদ্দিন, মোহাম্মদ সাজ্জাদ, মোহাম্মদ শাহাদত, মোহাম্মদ আবুল হোসেন ও আব্দুল মালেকের বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।
ক্ষতিগ্রস্থরা দাবি করছে আগুনে ১০টি বসতঘরে থাকা নগদ টাকা, স্বর্ণালংকার ও মূল্যবান জিনিসপত্রসহ কোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে।
আগুন লাগার তথ্য নিশ্চিত করে সাতকানিয়া ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের স্টেশন লিডার আব্দুস ছবুর জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা হয়। তবে ক্ষয়ক্ষতি তাৎক্ষনিক জানাতে পারে নি এ কর্মকর্তা।
জেএন/পিআর