পাচারকালে বিলুপ্ত প্রায় ১২টি হনুমান উদ্ধার

অনলাইন ডেস্ক

কক্সবাজারের মহেশখালী উপজেলার শাপলাপুরের বারিয়ারছড়ি এলাকার বারিয়ারছড়ি পাহাড়ের ভেতরের একটি পরিত্যক্ত বাড়ি থেকে বিলুপ্ত প্রায় ১২টি হনুমান উদ্ধার করেছে বন বিভাগ।

- Advertisement -

গোপন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (৭ নভেম্বর) দুপুর ২টায় ওই বাড়িতে অভিযান পরিচালনা করে এসব বন্যপ্রাণী উদ্ধার করা হয়।

- Advertisement -google news follower

জানা যায়, উপজেলার শাপলাপুর এলাকার বারিয়ারছড়ি পাহাড়ের ভেতরে একটি পরিত্যক্ত বাড়িতে একদল বনদস্যু বিলুপ্ত প্রায় ১২টি বন্যপ্রাণী হনুমান পাচারের জন্য খাঁচায় আটকে রেখেছিল।

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বাচ্চাসহ ১২টি হনুমান উদ্ধার করে স্থানীয় বন বিটের বিট কর্মকর্তার নেতৃত্বে বনবিভাগের লোকজন।

- Advertisement -islamibank

বাংলাদেশ বন অধিদপ্তরের বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা এবং তরুণ বন্যপ্রাণী গবেষক জোহরা মিলা জানান, বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা আইন) ২০১২ অনুযায়ী হনুমানের এই প্রজাতিটি সংরক্ষিত।

তাই এটি হত্যা বা এর কোনো ক্ষতিকরা আইনত দণ্ডনীয় অপরাধ।

অভিযান পরিচালনা করে ১২টি হনুমান উদ্ধারের তথ্য নিশ্চিত করে মহেশখালী রেঞ্জ কর্মকর্তা এনামুল হক বলেন, খবর পেয়ে বিকালে শাপলাপুর গিয়ে বন্যপ্রাণী হনুমানগুলো বনের মধ্যে অবমুক্ত করে দেওয়া হয়েছে।

পাচার চক্রে কারা জড়িত তা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM