রামুতে ট্রেনে কাটা পড়ে দুই বাইক আরোহীর মর্মান্তিক মৃত্যু

দেশজুড়ে ডেস্ক :

কক্সবাজারের রামু উপজেলার রশিদনগরের উত্তর কাহাতিয়া পাড়া এলাকায় ট্রেনে কাটা পড়ে দুই মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

- Advertisement -

বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিকেলের দিকে চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী একটি ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ওয়াহেদ ও মোহাম্মদ হোসেন ঘটনাস্থলেই নিহত হন।

- Advertisement -google news follower

প্রত্যক্ষদর্শীরা জানান, দুইজন ঈদগাঁও বাজার থেকে প্রয়োজনীয় সামগ্রী কিনে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন।

মাছুয়াখালী এলাকায় হঠাৎ রেললাইনে উঠে পড়ায় কক্সবাজারগামী ট্রেনটির সামনে পড়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

- Advertisement -islamibank

স্থানীয়রা জানান, মাছুয়াখালী রেলক্রসিংয়ে কোনো রেলগেট বা দায়িত্বপ্রাপ্ত ওয়াচম্যান নেই। ফলে স্থানীয় জনগণ প্রতিনিয়তই ঝুঁকির সম্মুখীন হচ্ছেন। রেলক্রসিংয়ে নিরাপত্তা ব্যবস্থা থাকলে এমন দুর্ঘটনা এড়ানো যেত।

ট্রেনটি ক্রসিং অতিক্রম করার সময় কোনো সতর্কসংকেত বা বেল বাজানো হয়নি। এ কারণে তারা আরো অসচেতন অবস্থায় রেললাইন পার হচ্ছিলেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রামু থানার ওসি ইমন কান্তি চৌধুরী বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM