চট্টগ্রাম নগরে বিক্ষোভ সমাবেশ থেকে ইসকনকে ‘জঙ্গি’ সংগঠন উল্লেখ করে তাদের নিষিদ্ধের দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম। শুক্রবার বাদ জুমা নগরীর আন্দরকিল্লা জামে মসজিদের সামনে এ কর্মসূচি ঘোষণা করে হেফাজতে ইসলামের চট্টগ্রাম মহানগর শাখা।
সমাবেশে হেফাজতের ছাত্র ও যুববিষয়ক সম্পাদক কামরুল ইসলাম কাশেমী বলেন, ‘ইসকন কোনো ধর্মীয় নয়, এটি জঙ্গি সংগঠন। সনাতন ধর্মের নামে কর্মকাণ্ড চালানো ইসকন বিভিন্ন দেশে নিষিদ্ধ। ইহুদি-খ্রিষ্টানদের লালিতপালিত সংগঠনকে নিষিদ্ধ করতে হবে।’
সনাতন ধর্মাবলম্বীদের ভাই সম্বোধন করে তিনি বলেন, ‘আপনারা ইসকনের পাতানো ফাঁদে পা দেবেন না। হাটহাজারীতে ইসকনরা সনাতনী ভাইদেরও উচ্ছেদ করেছেন। গত ১৬ বছর নৈরাজ্যকর অবস্থায় ছিলাম। এখন যে মুক্ত বাতাসে কথা বলতে পারছি, এটি রক্ষা করতে হবে।’
সমাবেশ শেষে সংগঠনের নেতাকর্মী আন্দরকিল্লা মোড় থেকে বিক্ষোভ মিছিল বের করে। এটি নগরীর চেরাগী মোড় হয়ে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়। মিছিলে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেয়। তারা ‘বাংলাদেশে ইসকন নিষিদ্ধ করো, করতে হবে’সহ নানা স্লোগান দেয়।
জেএন/এমআর