জনপ্রিয় ব্রিটিশ গায়ক লিয়াম পেইন আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আইরেসের একটি হোটেলের চতুর্থ তলা থেকে পড়ে মারা যান।
মাত্র ৩১ বছর বয়সে হোটেলের বারান্দা থেকে পড়ে যাওয়ার ঘটনা নিয়ে তৈরি হয় ধোঁয়াশা। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
পিপলের প্রতিবেদন থেকে জানা যায়, বৃহস্পতিবার (৭ নভেম্বর) আর্জেন্টিনার রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, লিয়াম পেইনের মৃত্যুর ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে তিনজনকে আটক করা হয়েছে।
আটক হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন, একজন মাদক ব্যবসায়ী, হোটেলটির এক কর্মী এবং লিয়ামের ঘনিষ্ঠ এক ব্যক্তি। আটক হওয়া ব্যক্তিদের নাম প্রকাশ করেনি কর্তৃপক্ষ।
আর্জেন্টিনার ময়নাতদন্ত পরবর্তী রিপোর্টে বলা হয়েছিল, লিয়াম পেইনের মৃত্যুতে তারা একাধিক অসংগতি খুঁজে পেয়েছেন, যার ফলে তার মৃত্যুর কারণকে প্রশ্নবিদ্ধ হিসেবে ধরা হচ্ছে।
যদিও সবকিছু ইঙ্গিত দেয় যে মৃত্যুর আগ মুহূর্তে সংগীতশিল্পী একা ছিলেন এবং তিনি মাদকের অপব্যবহার থেকে এক ধরনের প্রাদুর্ভাবের মধ্য দিয়ে যাচ্ছিলেন, যার ফলে নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে তিনি চতুর্থ তলার বারান্দা থেকে লাফিয়ে পড়ে মারা যান।
প্রসঙ্গত, আর্জেন্টিনার বুয়েনস এইরেসে ১৬ অক্টোবর একটি হোটেলের চতুর্থ তলা থেকে পড়ে মারা যান লিয়াম।
জনপ্রিয় এই গায়ক ওয়ান ডিরেকশন ব্যান্ডের কম্পোজার ও গিটারিস্ট ছিলেন। ২০১৬ সালে ব্যান্ডটি ভেঙে যায়। এর পর থেকে এই ব্যান্ডের শিল্পীরা এককভাবে কাজ করছেন। তার একাধিক জনপ্রিয় গান রয়েছে।
জেএন/পিআর