বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শেখ হাসিনা ভারতে অবস্থান করে দেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। আমাদের এখন অত্যন্ত সতর্কতার সঙ্গে এগুতে হবে।
শনিবার (৯ নভেম্বর) বিকেলে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে কৃষক দলের আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, স্বৈরাচার হাসিনা গত ১৬ বছরে তার ফ্যাসিবাদ ও আধিপত্যবাদ চাপিয়ে দিয়েছিল। তার বিরুদ্ধে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে দ্বিতীয়বার দেশ গড়ার সুযোগ হয়েছে।
তিনি বলেন, স্বৈরাচারের বিরুদ্ধে সবাই লড়াই করেছেন। নিজের অধিকার রক্ষায় দেশের মানুষ বারবার রুখে দাঁড়িয়েছে।
বিএনপির মহাসচিব বলেন, হাসিনার সময় অনেকের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হয়েছে।
তবে, দেশ গড়ার দ্বিতীয় সুযোগ যে সুযোগ আমরা পেয়েছি, সেখানে অবশ্যই বাংলাদেশকে তার নিজস্ব সত্তার উপর ভিত্তি করে দাঁড়াতে হবে।
মির্জা ফখরুল বলেন, স্বৈরাচারের সব ষড়যন্ত্র তারেক রহমানের নেতৃত্বে রুখে দেওয়া হবে। ইনশায়াল্লাহ, আমরা সে যুদ্ধে জয়ী হবো।
জেএন/পিআর