চট্টগ্রামে ডেঙ্গুতে আরও এক নারীর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৯

অনলাইন ডেস্ক

চট্টগ্রামে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে বাসবী আচার্য্য (৪৫) নামে আরও এক নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত দুদিনে তিনজন প্রাণ হারালো।

- Advertisement -

এ জ্বরে নতুন করে আক্রান্ত হয়ে আরো ৩৯ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে।

- Advertisement -google news follower

চট্টগ্রামের সিভিল সার্জন অফিস সূত্র জানায়, মারা যাওয়া ৪৫ বছর বয়সী বাসাবি আচার্য নগরীর বাকলিয়া চকবাজার এলাকার বাসিন্দা।

সে গত ৭ নভেম্বর নগরীর বেসরকারি পার্কভিউ হাসপাতালে মৃত্যুবরণ করেন। তাকে ওই দিনই হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

- Advertisement -islamibank

তাছাড়া গত ২৪ ঘণ্টায় জেলার সরকারি-বেসরকারি হাসপাতালে মোট ৩৯ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এদের মধ্যে সরকারি হাসপাতালে ২৬ জন ও বেসরকারি হাসপাতালে ১৩ জন ভর্তি হয়।

নভেম্বর মাসের গত আটদিনে মোট আক্রান্তের সংখ্যা ৩৬৯ জন। আর চলতি বছরে চট্টগ্রামে মোট ৩ হাজার ৩০৪ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে।

এদিকে এর আগের দিনের রিপোর্টে এক নারী ও এক শিশুর মৃত্যুর খবর জানিয়েছিল সিভিল সার্জন অফিসের ডেঙ্গু কন্ট্রোল রুম।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM