চট্টগ্রামে পৃথক অভিযানে ১১ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম নগরীর চকবাজার ও বাকলিয়া থানা এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে ১০ হাজার ৯শ ৮৫ পিস ইয়াবাসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

- Advertisement -

পুলিশ জানায়, শনিবার রাত ১০টার দিকে নগরীর চকবাজার থানার অলি খাঁ মসজিদ মোড় এলাকার হোটেল এভালন পার্কে অভিযান চালায় চকবাজার থানা পুলিশ।

- Advertisement -google news follower

এসময় ৮ হাজার পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ ৩ হাজার ৯শ টাকাসহ মো. পারভেজ উদ্দিন (৪০)কে গ্রেপ্তার করা হয়।

অন্যদিকে একইদিনে বাকলিয়া থানাধীন জানে আলম দোভাষ সড়ক সংলগ্ন অ্যাক্সেস রোড এলাকায় অভিযান চালায় টিম বাকলিয়া। এ অভিযানেও ২ হাজার ৯শ ৮৫ পিস ইয়াবা এবং মাদক বিক্রির নগদ ১ লাখ ২৫ হাজার টাকা ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

- Advertisement -islamibank

এসময় মাদকের কারবারে জড়িত মো. জামাল উদ্দিন (৪৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে বাকলিয়া থানা পুলিশ।

আজ রবিবার (১০ নভেম্বর) বিকেলে এসব তথ্য নিশ্চিত করে নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) কাজী মো. তারেক আজিজ জানান গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা হয়েছে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM