মেক্সিকোতে বন্দুকধারীদের হামলায় নিহত ১০,আটক ১

ভিনদেশ ডেস্ক :

মেক্সিকোর কেন্দ্রীয় শহর কেরেতারোর একটি বারে বন্দুকধারীরা হামলা চালিয়ে ১০ জনকে হত্যা করেছে।

- Advertisement -

ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স রোববার (১০ নভেম্বর) এক প্রতিবেদনে জানায়, মেক্সিকোর মধ্যাঞ্চলীয় অঙ্গরাজ্য কোয়েরেটারোর ওই পানশালায় শনিবার রাতে চার বন্দুকধারী হঠাৎ হামলা চালায়।

- Advertisement -google news follower

হামলায় নিহতদের মধ্যে সাত পুরুষ ও তিন নারী নিহত হয়েছেন। এছাড়া আরও সাতজন আহত হয়েছেন। হামলায় জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ওই রাজ্যের গভর্নর মাউরিচিও কুরি বলেছেন, এই হামলায় জড়িত সকলকে শাস্তির আওতায় আনা হবে। আমাদের সীমান্ত প্রহরা চালিয়ে যাব। পাশাপাশি নিরাপত্তা নিশ্চিত করতে আমরা প্রয়োজনীয় সমস্ত পদক্ষেপ নেব।

- Advertisement -islamibank

কোয়েরটারো রাজ্যে তুলনামূলক কম অপরাধপ্রবণ এলাকা। ফলে মেক্সিকোর অনেক স্থানের চেয়ে এই জায়গাটি তুলনামূলক নিরাপদ বলে হয়ে থাকে।

উল্লেখ্য, মেক্সিকোর নতুন প্রেসিডেন্ট হিসেবে ক্লাউডিয়া শেইনবাম গত ১ অক্টোবর শপথ গ্রহণের পর থেকে দেশব্যাপী দুই হাজার ৭৮৮টি হত্যাকাণ্ড হয়েছে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM