একা থাকার দিন আজ

ভিন্ন খবর :

রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহর ‘একা থাকার এই ভালো লাগায় হারিয়ে গিয়েছি, নিঃসঙ্গতা আমাকে আর পাবে না’ নিয়ে। কিংবা শুনে নেওয়া যাক জয় গোস্বামীর ‘একাই থাকব, একাই দুটো ফুটিয়ে খাব’ কবিতাটি হয়তো আজকের দিনের জন্য।

- Advertisement -

কারণ যারা একা কিংবা একাকী থাকতে পছন্দ করেন তাদের জন্য আজকের দিনটি কিন্তু তাদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। যারা এখনও ভালোবাসার কোনো সম্পর্কে জড়াতে পারেননি, তাদের উদ্দেশেই আজ সারা বিশ্বে উদযাপন করা হচ্ছে বিশ্ব সিঙ্গেল ডে।

- Advertisement -google news follower

একা থাকার আনন্দ একবার যাঁরা পেয়ে যান, পেয়ে যান স্বাধীনতার সুখ, কিছুতেই তাঁরা প্রথাগত প্রেমের শৃঙ্খলে বাঁধা পড়তে চান না। সিঙ্গেল মানেই নির্ভেজাল নির্বিবাদী জীবন। ঝাড়া হাত-পা। গায়ে হাওয়া লাগিয়ে নিজের মতো নিজের জীবনকে যাপন। সুতাবিহীন ঘুড়ির মতো খোলা আকাশে উড়ে বেড়ানো।

কারও কাছে জমা দেওয়া নেই ঘুড়ির নাটাই। কী, কেন, কখন, কীভাবে—নেই এসব কৈফিয়তের ঝামেলা। নিয়ম করে ফোনালাপ, খুদেবার্তা, যত্ন করে মনে রাখা বিশেষ দিন, মন ভরানো আলগা প্রশংসা—এসব জটিলতা থেকে মুক্ত থাকেন তাঁরা।

- Advertisement -islamibank

কাউকে পেলাম না বলে একা রয়ে গেছি কিংবা একা থাকার গুণগান গেয়ে যাচ্ছি—সিঙ্গেল বন্ধুদের ব্যাপারে যুগল বন্ধুরা আবার এমনটা ভাববেন না।

একা থাকাটা কারও কারও ব্যক্তিগত পছন্দ। অন্য জীবন জড়িয়ে নিজের সরল জীবনকে জটিল করে তুলতে চান না অনেকেই। সত্যিই সিঙ্গেল জীবনে সুখী তাঁরা।

এই দিনটি মূলত আত্ম-প্রেম, নিজেকে জানার ও বোঝার এবং নিজের সিদ্ধান্তে সন্তুষ্ট থাকতে উৎসাহিত করে। যারা অবিবাহিত অথবা সঙ্গীহীন আছেন তারা কেন নিজেদের বঞ্চিত রাখবেন?

সেই সব মানুষদের জন্যই এই দিনটির সূচনা। কারেন রিড নামে এক ব্যক্তি দিনটির প্রচলন করেন। শুরুতে অবশ্য পয়লা জানুয়ারি পালন করা হতো।

২০১৭ সাল থেকে যুক্তরাষ্ট্রে দিবসটি ২৩ সেপ্টেম্বর পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু ১৯৯৩ সালে ১১ নভেম্বরে চীনের নানজিং বিশ্ববিদ্যালয়ে দিবসটি প্রথম উদযাপন করা হয়।

দিবসটি ‘ব্যাচেলর ডে’ নামেও পরিচিত। দিবসের রীতি হিসেবে চীনের অবিবাহিত বা সিঙ্গেল তরুণ তরুণীরা এদিন নিজেই নিজের জন্য উপহার কেনেন।

তবে দিবসটি এখন শুধু চীনে সীমাবদ্ধ নেই, দিবসটি এখন সারাবিশ্বেই বেশ ঘটা করেই পালিত হচ্ছে।

যারা ভালোবাসা দিবসে ঘরবন্দী থেকে আর বন্ধুদের কাপল ছবিতে রিয়াক্ট দিয়ে কাটিয়েছেন তারা বেড়িয়ে পড়ুন। আপনার এই একাকী থাকার সুময়গুলোকে উদযাপন করুন।

তাই, যারা সিঙ্গেল আছেন, তারাও আজকের দিনটি নিজের মতো করে প্রাণভরে উপভোগ করতে পারেন। একাকীত্বের দুঃখ ভুলে আজ সময় কাটান শুধুই নিজের জন্য।

আজকের দিনে ঘুরতে যেতে পারেন পছন্দের কোনো জায়গায়। নিজেকে নিজেই দিতে পারেন পছন্দের কোনো উপহার। কোনো রেস্তোরাঁয় গিয়ে খেয়ে নিতে পারেন পছন্দের খাবারও।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM