কাবুলের দেওয়া শান্তি আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে তালেবানরা। পশ্চিমা সমর্থিত আফগানিস্তান সরকারের পক্ষ থেকে আগামী মাসে সৌদি আরবে আলোচনায় বসার জন্য এ প্রস্তাব দেওয়া হয়েছিল।
এর আগে চলতি মাসে সংযুক্ত আরব আমিরাতে যুক্তরাষ্ট্র ও আঞ্চলিক দেশগুলোর সঙ্গে বৈঠক করে তালেবান প্রতিনিধিরা। আফগানিস্তানে ১৭ বছর ধরে চলা যুদ্ধ অবসানের লক্ষ্যে বৈঠকটির আয়োজন করা হয়েছিল।
তালেবানের সিদ্ধান্ত গ্রহণকারী নেতৃত্ব পরিষদের এক সদস্য বলেছেন, আমরা আগামী বছরের জানুয়ারিতে সৌদি আরবে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসে আবুধাবিতে অসম্পূর্ণ রয়ে যাওয়া আলোচনা ফের শুরু করব। কিন্তু আফগান সরকারের সঙ্গে কোনো আলোচনা করব না।
২০০১ সালে আমেরিকার কাছে আফগানিস্তানের ক্ষমতা হারিয়েছিল তালেবানরা।- রয়টার্স