চট্টগ্রাম নগরীর রেয়াজুদ্দিন বাজারে তদারকিমূলক অভিযান পরিচালনা করে তিন প্রতিষ্ঠানকে মোট ২৪ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তাধিকার চট্টগ্রাম বিভাগীয় ও জেলা কার্যালয়।
সোমবার (১১ নভেম্বর) এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রামের সহকারী পরিচালক নাসরিন আক্তার ও মো. আনিছুর রহমান।
তারা জানান, অভিযানের সময় মেসার্স আসিফ ট্রেডার্সে দেখা যায়, টাঙানো মূল্য তালিকায় পাইকারীতে প্রতি কেজি আলুর দাম ৫৮ টাকা দেখানো হলেও, প্রকৃতপক্ষে আলু ৬০ টাকা প্রতি কেজি দরে বিক্রি করা হচ্ছে।
ফলে প্রতিষ্ঠানটিকে প্রাথমিকভাবে সতর্ক করে দিয়ে অনিয়মের জন্য ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
তাছাড়া হালনাগাদ সঠিক মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে মেসার্স দাউদকান্দি বাণিজ্যালয়কে ৬ হাজার এবং মেসার্স আকবর ট্রেডার্সকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়।
ভোক্তাধিকারের এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান ভোক্তাধিকার চট্টগ্রামের সহকারী পরিচালক নাসরিন আক্তার।
জেএন/পিআর