চট্টগ্রামের রাউজানে নিখোঁজের দুদিন পর মাদ্রাসা শিক্ষক হাফেজ মাওলানা আবু তাহের (৪৮)’র মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ সোমবার বিকেল সাড়ে ৫টায় রাউজান উপজেলার চিকদাইর ইউনিয়নের কালাচাঁন চৌধুরী ব্রিজের পাশে হালদা সংযুক্ত সর্তাখাল থেকে রক্তাক্ত অবস্থায় তার মরদেহটি উদ্ধার করা হয়।
শিক্ষক আবু তাহের উপজেলার চিকদাইর ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের আকবর শাহ (রা.) বাড়ির প্রয়াত আবদুল মান্নানের ছেলে ও হযরত নিয়াজগাজী শাহ সুুন্নিয়া দাখিল মাদরাসার সাবেক সুপার। তিনি দুই ছেলে এক মেয়ে সন্তানের জনক বলে জানা গেছে।
নিহতের স্বজনদের বরাতে পুলিশ জানায়, গত শনিবার রাত ১টায় নিজ বসতঘর থেকে বের হয়ে নিখোঁজ হন আবু তাহের। এরপর থেকে অনেক চেষ্টা করেও তার সাথে কোন যোগাযোগ করতে পারেনি স্বজনরা। বিষয়টি থানাকে অবহিত করেন নিহতের স্ত্রী।
সোমবার বিকালে ঘটনাস্থলে বাঁশের ভেলার সাথে লাগানো অবস্থায় লাশ দেখতে পেয়ে স্থানীয়রা থানায় জানালে পুলিশ নিখোঁজ আবু তাহেরের পরিবারকে জানায়।
পরে নিহতের স্ত্রী জেসমিন আকতার ঘটনাস্থলে ছুটে গিয়ে স্বামীর লাশ সনাক্ত করেন। এসময় সহকারী পুলিশ সুপার (রাউজান-রাঙ্গুনিয়া সার্কেল) হুমায়ুন কবির ও রাউজান থানার ওসি মীর মাহাবুবুর রহমান উপস্থিত ছিলেন।
ওসি জানায়, লাশ উদ্ধার করা হয়েছে। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
জেএন/পিআর