টেকনাফে ১১ কোটি টাকার আইস-ইয়াবা উদ্ধার,গ্রেপ্তার ১

দেশজুড়ে ডেস্ক :

কক্সবাজারের টেকনাফের দমদমিয়া চেকপোস্ট এবং চৌধুরীপাড়া এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে প্রায় ১১ কোটি টাকা মূল্যের ক্রিস্টাল মেথ আইস ও ইয়াবা উদ্ধার করেছে বিজিবি।

- Advertisement -

এসময় টেকনাফ সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ এলাকার তৈয়ব গোলালের মেয়ে রায়লা বেগমকে গ্রেপ্তার করা হয়।

- Advertisement -google news follower

সোমবার টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে টহলদল চৌধুরীপাড়া এলাকায় অবস্থানকালে একজন সন্দেহভাজন ব্যক্তিকে নাফ নদী পার হয়ে বাংলাদেশে ঢুকে পড়তে দেখে।

- Advertisement -islamibank

বিজিবি টহলদল ধাওয়া দিলে ওই ব্যক্তি একটি ব্যাগ ফেলে অন্ধকারে নদীতে ঝাঁপ দিয়ে মিয়ানমারের অভ্যন্তরে পালিয়ে যান।

পরবর্তীতে টহলদল তল্লাশি করে ফেলে যাওয়া ব্যাগের ভেতর থেকে ২ কেজি ১২৫ গ্রাম ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করে।

অপরদিকে দমদমিয়া চেকপোস্টে টেকনাফ-কক্সবাজারগামী একটি (পালকি পরিবহন) বাসে তল্লাশিকালীন এক নারীযাত্রীর আচরণ সন্দেহজনক হওয়ায় জিজ্ঞাসাবাদ করা হয়।

ওই নারীর স্বীকারোক্তিতে তার হাতে থাকা ব্যাগের ভেতরে অভিনব পদ্ধতিতে লুকিয়ে রাখা ৪ হাজার ৭শ ৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আটককৃত নারী টেকনাফ সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ এলাকার তৈয়ব গোলালের মেয়ে রায়লা বেগম।

উদ্ধার মাদকের মুল্য প্রায় ১১ কোটি টাকা জানিয়ে গ্রেপ্তার নারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য তাকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে জানালেন টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM