নেকড়ে চাঁদ!

যুক্তরাষ্ট্রের আদি বাসিন্দাদের কাছে বছরের প্রথম সুপারমুনটি নেকড়ে চাঁদ নামে পরিচিত ছিল। ওই পূর্ণিমায় চাঁদের আলোয় পৃথিবী এতটাই ভেসে যায়, নেকড়েরা তখন ডেরা থেকে বেরিয়ে ডাকতে শুরু করে। আর জানুয়ারিতেই পৃথিবীর আকাশে দেখা দেবে নেকড়ে চাঁদ।

- Advertisement -

মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা জানিয়েছে, গত তিন বছরের মধ্যে যুক্তরাষ্ট্রে এই প্রথম পূর্ণ চন্দ্রগ্রহণ দেখা যাবে ২১ জানুয়ারি। তাই দেশটির বাসিন্দাদের জন্য এই দিনটা অন্যরকম আনন্দের।

- Advertisement -google news follower

এ সময় চাঁদকে স্বাভাবিকের চেয়ে বড় এবং উজ্জ্বল দেখাবে। এর রং কিছুটা লালচে হওয়ার কারণে চেহারায়ও কিছুটা ভিন্নতা দেখা যাবে।
ইস্টার্ন টাইম রাত ১১টা ৪৪ মিনিটে উত্তর ও দক্ষিণ আমেরিকা ছাড়াও আফ্রিকা ও ইউরোপের পশ্চিমাঞ্চল থেকে নেকড়ে চাঁদ দেখা যাবে।
আগামী বছর ২০ জানুয়ারি রাত থেকে ২১ জানুয়ারি সকাল পর্যন্ত থাকবে এই সুপার মুন বা নেকড়ে চাঁদ।

জয়নিউজ/পলাশ/আরসি
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM