নিজের ও স্ত্রীর আয়কর রিটার্ন জমা দিয়ে সম্পদের বিবরণী মন্ত্রিপরিষদে জমা দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় ও রেলপথ উপদেষ্টা ফাওজুল কবির খান। এ সময় নিজ দফতরের সচিব ও সংস্থা প্রধানদের আয়কর রিটার্ন ও সম্পদের বিবরণী জমা দেয়ার বিষয়ে তাগিদ দেয়ার কথাও জানান তিনি।
সোমবার (১২ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেয়া এক পোস্টে একথা জানান রেল উপদেষ্টা।
ফেসবুক পোস্টে তিনি লিখেন, ‘আলহামদুলিল্লাহ! নিজের ও আমার স্ত্রীর আয়কর রিটার্ন জমা দিয়েছি। পরদিনই দুজনের সম্পদ বিবরণী জমা দিয়েছি মন্ত্রিপরিষদ সচিবের কাছে। আমার কার্যকাল শেষে আবার সম্পদ বিবরণী জমা দেবো দুজনেরই। যাতে আমাদের সম্পদের হ্রাসবৃদ্ধির পরিমাণ ও এর কারণ উল্লেখ থাকবে।’
তিনি আরও উল্লেখ করেন, ‘আজই আমার আওতাধীন সচিব ও সংস্থা প্রধানদের জিজ্ঞেস করবো তারা তাদের নিজের ও স্ত্রীর/স্বামীর আয়কর রিটার্ন ও সম্পদ বিবরণী জমা দিয়েছেন কিনা। নতুন বাংলাদেশে জবাবদিহি শুরু হোক শীর্ষ থেকে।’
প্রসঙ্গত, গত ১ অক্টোবর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা এবং সমমর্যাদাসম্পন্ন ব্যক্তিদের আয় ও সম্পদ বিবরণী প্রকাশের নীতিমালা, ২০২৪’ জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।
নীতিমালায় বলা হয়, অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা এবং সমমর্যাদাসম্পন্ন ব্যক্তিবর্গ যারা সরকার অথবা প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত, তারা প্রতিবছর আয়কর রিটার্ন জমা দেয়ার সর্বশেষ তারিখের পরবর্তী ১৫ কার্যদিবসের মধ্যে সংযুক্ত ছকে মন্ত্রিপরিষদ বিভাগের মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে তাদের আয় ও সম্পদ বিবরণী জমা দেবেন। তাদের স্ত্রী/স্বামীর পৃথক আয় থাকলে অনুরূপ আয় ও সম্পদ বিবরণীও প্রধান উপদেষ্টার কাছে একইসঙ্গে জমা দিতে হবে।
জেএন/এমআর